মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারে আজ অনুষ্ঠিত হয়েছে পরিবেশগত অবস্থা মূল্যায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
কলাতলীর একটি হোটেলে সকালে এ অনুষ্ঠান শুরু হয়। কর্মশালা আয়োজন করেছে গ্রীণ কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। উদ্বোধনী বক্তব্য দেন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি এইচ, এম এরশাদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।
সমাপ্তি ঘোষণাকালে ফজলুল কাদের চৌধুরী বলেন, কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শতাধিক পরিবেশ যোদ্ধার সমন্বয়ে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও উপজেলা থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীরা গ্রুপ ভিত্তিক নিজ নিজ উপজেলার পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সুপারিশসমুহ উপস্থাপন করেন।
গ্রুপ প্রেজেন্টেশনে ছিলেন সাংবাদিক আহমদ গিয়াস, সাংবাদিক আয়াজ রবি, মরিয়ম বেগম, বাপা ঈদগাঁও শাখার রাশেদুল আমির চৌধুরীসহ বাপার বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদুল আলম শাহীন, এইচ, এম নজরুল, জসিম উদ্দিন, নুরুল হোসাইন, জান্নাতুল নেহা, আয়োজক সংগঠনের কর্মকর্তা ইকবাল ও নুরতাজ।
কর্মশালায় পরিবেশ নেতা-কর্মী, সাংবাদিক সহ ৩২ জন অংশগ্রহণকারী ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.