মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টোকহোল্ডারদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারী বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশরাফি জাকারিয়া, পরিদর্শক অবিনাশ চন্দ্র রায় প্রমুখ। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পাট ব্যবসায়ী, পাট অধিদপ্তরের কর্মকর্তা ও স্টোকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ ও পাট আইন ২০১৭ সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে জেলা পর্যায়ে গঠনকৃত মনিটরিং কমিটির সভাও একইসাথে অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.