মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন যুথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে ২ ছেলে ও ১ মেয়ের জন্ম দেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের কৃষক তোফায়েল হোসেনের স্ত্রী যুথী আক্তার। এক সাথে ৩ সন্তানের জন্ম হওয়ায় খুশি তাদের পরিবার। আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে মিষ্টিমুখ করছেন তারা। বাচ্চা গুলোকে দেখার জন্য হাসপাতালেও উৎসুক জনতার ভিড়। যুথী আক্তারের মা ও তিন নবজাতকের নানী জরিনা বেগম বলেন, মোর বেটিডা খুব কষ্টে ছিল। আইজ সব কষ্ট দূর হয় গেল। হামরা সবাই অনেক খুশি। আনন্দে আবেগ আপ্লুত হয়ে তোফায়েল হোসেন বলেন, বিয়ে হওয়ার ৩ বছর পর আমার এই ৩ সন্তান। এর আগে এক বছর পরে একটা মেয়ে হয়েছিল। দুই মাস বয়সে মারা গেছে। তখন থেকে আমরা মানসিক ভাবে ঠিক থাকতে পারছিলাম না। আমি আর আমার বউ দুজনে ভেঙে পরেছিলাম। আজকে আমাদের কোল ভরিয়ে দিলেন আল্লাহ। আমরা সকলে অনেক খুশি। তাদের মানুষের মত মানুষ বানাব ইনশাআল্লাহ।
শারীরিক ভাবে কিছুটা অসুস্থ থাকা সত্বেও যুথী আক্তারের সাথে কথা বলতে চাইলে তিনি শুধু আলহামদুলিল্লাহ বলে নিজের অনুভূতি প্রকাশ করেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খাদিজা করিম বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তার মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে। তাদের নাম এখনো রাখা হয়নি। মা ও বাচ্চা সুস্থ রয়েছে। বাচ্চাদের ওজনও বেশ ভালো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.