জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রয়াত সাংবাদিক মো. আব্দুল তাহিদ ও সাংবাদিক ডা: নয়ন রায়ের স্মরণে জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) দুুপর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপ-প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, ইকড়ছই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসেন জামী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, জগন্নাথপুর ওয়ালটন শোরুমে পরিচালক জামাল উদ্দিন বেলাল প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা জাতীয় উলামা পার্টির আহবায়ক শাহ মো. শানুর আলী, স্বাগত বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক মো. আব্দুল তাহিদের ভাতিজা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য দুলন মিয়া। এ সময় উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো. আব্দাল মিয়া, ফিরোজ রানা, কবির মিয়া, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন খাঁন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক রনি মিয়া, জামাল হোসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ-জাতী ও মরহুমের আত্নার মাগফিরাত কামনা মোনাজাত পরিচালনা করেন।
বক্তরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা উন্নয়ন ও বিভিন্ন চিত্র ফুটে উঠে। যেখানে গুনীজনের কদর নেই সেখানে গুনীজন জন্ময়না। সাংবাদিক আব্দুল তাহিদ ও নয়ন রায় তাদের লেখনী মাধ্যমে সমাজের নানা উন্নয়ন সাধিত হয়েছে। তাদের কর্মকান্ড মানুষ কখনো ভুলবেনা। নেতৃবৃন্দরা স্মরণ সভার মাধ্যমে গুনী ব্যক্তিদের স্মরণ করায় প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.