আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রায়ত ড. এম এ হান্নান ফিরোজ এর রত্নাগর্ভা পুরস্কার প্রাপ্ত গর্ভধারিণী রওশন হক(৯০) এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার আসরের নামাজের পরে উপজেলার বড়ইয়ায় তার নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় এই মহীয়সী মায়ের স্মৃতি চারন করেন তার সন্তান ও স্বজনরা। দোয়ার তার সন্তান, আত্মীয়-স্বজন, সন্তানদের সহকর্মী, মসজিদের মুসুল্লি, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রওশন হক ১৬ জানুয়ারী ২০২৩ সোমবার ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১ টায় ইন্তেকাল করেন। এই মহিয়সী রত্নগর্ভা মা তার জীবদ্দশায় সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, ধার্মিক, সত্যবাদী, দানশীল প্রকৃতির মানুষ ছিলেন। মরহুমা উপজেলার সম্ভ্রান্ত নাজেম আলী তালুকদার এর মেঝ কন্যা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.