বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলায় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
গত ১৮ জানুয়ারী বুধবার রাতে বর্ষপূর্তি উপলক্ষে জৈন্তাপুর প্রেসক্লাবে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ বাহারুল আলম বাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন,জৈন্তাপুর সাইট্রাস গবেষণা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা জটুন চন্দ্র সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল,
বিশিষ্ট সমাজসেবী নূরুল আমিন কন্ট্রাক্টার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান।
সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তিতে এই মিডিয়া দেশ ও জাতির কল্যাণে আরও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করে যাবে।
বর্ষপূর্তিতে এশিয়ান টেলিভিশনের সকল সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাই-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, সংবাদকর্মী সাইফুল ইসলাম বাবু, সাইদুল ইসলাম ও মো: সাজউদ্দিন সাজু।
শুভেচ্ছা বক্তব্যে এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ সিআইপি'র সুস্থ্যতা কামনা করেন।
অনুষ্ঠানে ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে শুভ সূচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.