হেলাল হোসেন কবিরঃ জেলা শহরের গা ঘেঁষে কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাস্তা বেহাল দশার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।
লালমনিরহাট জেলা শহরের গা ঘেঁষে মহেন্দ্রনগর ইউনিয়নের পোড়া বটতলা থেকে মকড়া ঢঢ গাছ এলাকার আউদিয়ার দোলায় পাড়া রাস্তাটি দিন দিন মরন ফাঁদে পরিনিত হয়েছে।
জানা যায়, কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। বণ্যার এলেই এই সড়কটির বেশি ভাগ অংশ পানিতে ডুবে যায়। রাস্তাটির দু'ধারে বেশ কিছু স্থানে ছিড়ে গেছে। দীর্ঘ দশ বছর ধরে এই রাস্তাটি কোন ধরনের সংস্করণ করা হয়নি।
রিক্সা চালক মাহফুজার বলেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে একটু কমবেশি হলেই রিক্সা উল্টে যায়। ছকমোত মিয়া বলেন, এই রাস্তা দিয়ে দিনেই চলাচল করা যায়না, রাত হলে মানুষের যে কষ্ট হয় তা বলার ভাষা নেই।
পথচারি আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান রাস্তাটি দেখার কেউ নেই, আর কত সময় লাগবে রাস্তা মেরামত করতে?
রাস্তার বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হলে অফিস সূত্র থেকে জানান খুব তারাতাড়ি রাস্তার কাজ ধরা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.