হেলাল হোসেন কবিরঃ গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, বঞ্চিতের শিক্ষাধিকার এবং একজন সমাজ পরিবর্তনকামীর আকাঙ্ক্ষা" শীর্ষক আলোচনার মধ্যে দিয়ে একজন গুণী শিক্ষক ও রাজনীতিক ব্যক্তিত্ব আবু তালেব আজাদ লিমটন এঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাটের সোনালী পার্কস্থ মীর লাইব্রেরি হলরুমে গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার আয়োজনে এ স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা সমন্বয়ক ছিলেন দীপক রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, কবি ও সাংবাদিক আবদুর রব সুজন, মরহুম আবু তালেব আজাদ লিমটন-এঁর সহধর্মিণী মনোয়ারা খাতুন সেলিনা, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন শামীম আহমেদ, সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্টজন রুহুল আমিন সরকার।
বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরিয়ান জাকির হোসেন, কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির,
কাব্য রাসেল, গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য নয়ন কুমার রায়, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, মুনীম হোসেন প্রতীক, জাসদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক, কবি দেলোয়ার হোসেন রংপুরী, কবি ও কলামিস্ট ডা. জাকিউল ইসলাম ফারুকী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ।
এ সময় ওস্তাদ তাজুল চৌধুরী, প্রদীপ রায়, সিরাজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে
লালমনিরহাটে গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার সংগ্রামী আহবায়ক আবু তালেব আজাদ লিমটন-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.