রেজওয়ানুল ইসলাম রনিঃ দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে কর্পোরেট নারী কাবডি লিগ। ৬ দল নিয়ে শুরু হওয়া লিগের প্রথম পর্বের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। রোববার শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শুরু উপলক্ষে শনিবার বিওএ'র ডাচবাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে লিগের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কর্পোরেট নারী কাবাডি লিগের চেয়ারম্যান হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্পোরেট নারী কাবাডি লিগের ভাইস চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক, সদস্য সচিব শরীফ মোহাম্মদ আরিফ মিহির ও কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ অন্যান্য কর্মকর্তাগণ। রোববার দ্বিতীয় পর্ব শুরু হয়ে লিগ শেষ হবে ৩১ জানুয়ারি।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘দেশের নারী ক্রীড়াঙ্গনে যাদের পদচারণা, তারা সবাই মফস্বল থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের। ক্রিকেট, ফুটবলের মেয়েরা সারা বছর খেলার মধ্যে থেকে ভালো টাকা পাচ্ছেন। কিন্তু আর কোনো খেলায় পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না। কাবাডি খেলেও মেয়েরা খুব বেশি টাকা পান না। কর্পোরেট লিগ হলে কাবাডির মেয়েরা আর্থিকভাবে লাভবান হবেন। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবে। তখন পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া গেলে সেখান থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে।’ প্রথম করপোরেট নারী কাবাডি লিগে অংশ নিচ্ছে বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল
লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স। পারফরম্যান্সের ভিত্তিতে সবশেষ জাতীয় দলে খেলা ছয়জন আইকন হিসেবে আছেন। মতলব থান্ডারের আইকন শারমিন সুলতানা রিমা, বেঙ্গল ওয়ারিয়র্সের আইকন হাফিজা আকতার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের আইকন দিশা মনি সরকার, ঢাকা টুয়েলভের আইকন রেখা আকতার, নরসিংদী লিজেন্ডসের আইকন রুপালী আকতার ও টেকনো মিডিয়ার আইকন স্মৃতি আকতার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.