কক্সবাজার প্রতিনিধিঃ শহরের কলাতলীতে ভূমিদস্যুর হাত থেকে নিজেদের জমি রক্ষা ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে শহরের চিহ্নিত ভূমিদস্যু এনাম বাহিনী অবৈধভাবে তাদের জায়গা দখল করে শহরের কলাতলীস্থ ডলফিন মোড়ের পশ্চিম পাশে টিএম বার্মিজ মার্কেট নামের ভবন গড়ে তুলছে। যাহা সম্পূর্ণ বেআইনি। অথচ এই জায়গারটা বর্তমানে যুগ্ম জেলা জজ ১ম আদালত কক্সবাজারে মামলা চলমান রয়েছে। যার মামলা নং ৭৯১/২১। এছাড়াও এই জায়গায় ১৪৪ধারা জারি করেছে আদালত। কিন্তু তার কোন কিছু তোয়াক্কা না করে ৪৫ জন অসহায় ওয়ারিশগনকে বঞ্চিত করে ভবন নির্মাণ করে জায়গাটি আত্মসাৎ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ভূমিদস্যু এমামুল হক। দলিল থাকার স্বত্বেও এই ভূমিদস্যুর কাছে অসহায় ৯টি পরিবারের লোকজন। অনেক সময় প্রভাব কাটিয়ে গায়ের জোরে জমির অন্যান্য ওয়ারিশগণের উপর হামলা ও মিথ্যা মামলাও দায়ের করেছে। এই বিষয়ে প্রকৃত জায়গার মালিক গণ সংশ্লিষ্ট প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত মানববন্ধনে আব্দুল করিম, জসিম উদ্দিন, সাজেদা বেগম, শামসুন্নাহার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মূছা, নুর বেগম, দিলরুবা খানমসহ ভুক্তভোগীর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.