সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ মানবতার সেবাই মূল লক্ষ্য এই প্রতিপাদ্য কে সামনে রেখে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও জেলা আদর্শ মানবিক প্রবাসী সংগঠনেরর উদ্যোগে ৩০০ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তের মাঝে কম্বল ও বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের ৬৫টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৩ জানুয়ারি (সোমবার) দুপুর ১২ টায় আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে বিতরণ সভা আয়োজন করা হয়।
সভায় ইয়াদুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা। মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা, তাজুল ইসলাম। অধ্যাপক প্রশান্ত বসাক । ছাত্রলীগ নেতা সোহেল রানা। প্রেস ক্লাব সভাপতি, ফারুক আহমেদ সরকার ও আনোয়ারুল হক সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীর অভিভাবক গণ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের সদস্যবৃন্দরা
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারীর গ্রুপের অন্যতম সদস্য এডমিন হারুন-উর রশিদ সরকার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.