আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় পানি চলাচলের খাল দখল করে অবৈধভাবে গড়ে উঠা বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন পেকুয়া উপজেলা প্রশাসন।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরা পাড়া এলাকার এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কাজ বন্ধ করে দেওয়া হয়। আগামী এক সাপ্তাহের মধ্যে স্থাপনা ভেঙ্গে স্বাভাবিকভাবে পানি চলাচলের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। এসময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পেকুয়া সদর ৮ নং ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, আমাকে ফোন করা হয়েছে। আমি বিষয়টি আমার মত করে রিপোর্ট করব।
উপজেলা সহকারী কমিশনর ভূমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ স্থাপনা কারী মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যেন এক সাপ্তাহের মধ্যে স্থাপনা ভেঙ্গে পালি চলাচলের জন্য খালটা স্বাভাবিক করে দেন। এই বিষয়ে রিপোর্ট করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে। অন্যতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।