মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ জানুয়ারী মঙ্গলবার শহরের আর, কে, স্টেট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেল প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক হাসান তাহসিন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষক ফেরদৌস আরা বেগম, ফারজানা কলি, অভিভাবক সদস্য শাহিনুর আলম শাহিন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী আমিনা বেগম, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম হোসেন, মাহফুজ আলী, সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। আলোচনা সভায় বক্তারা সাইবার অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাইবার অপারাধের বিরুদ্ধে শিল্প-সংস্কৃতির সংশ্লিষ্টতা বিষয়ে আলোচনা করা হয়। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.