এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়েছে মা-বাবা ডেন্টাল কেয়ার ও মা বস্ত্র সম্ভার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নজরুল ইসলাম ও মোমিনুল ইসলাম।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দরবস্ত ইউপির কোমরপুর হাটে জহুরিয়া মার্কেটে দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মা বস্ত্র ভাণ্ডারের গুদামে রক্ষিত প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন কাপড় ও তুলা পুড়ে যায় এবং পাশের মা বাবা ডেন্টালের কয়েকটি মূল্যবান যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে নিকটবর্তী পলাশবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি। ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ক্ষতিগ্রস্ত মা-বাবা বস্ত্র এর দোকান মালিক নজরুল ইসলাম বলেন, জহুরিয়া মার্কেটের নিচ তলায় তিনি ব্যবসা করেন। দ্বিতীয় তলায় আমার গুদাম ঘরে রক্ষিত মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে মা ডেন্টাল কেয়ারের টেকনোলজিস্ট মোমিনুল ইসলাম জানান, পাশের গুদাম থেকে আগুনের সূত্রপাত হলে তা আমার ডেন্টাল কেয়ার রুমেও ছড়িয়ে পড়ে এবং কয়েকটি মূল্যবান যন্ত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.