মেহেরপুর প্রতিনিধিঃ গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি'র কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড.নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশ থেকে গণতন্ত্র আজ নির্বাসিত। মানুষের বাকস্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে যে গণতন্ত্র হত্যাকারী সরকার ক্ষমতায় বসে আছে সে ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে একই কায়দায় মানুষের অধিকার হরণ করা হয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সমাবেশে ১০ দফা দাবি সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান বক্তারা। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, মুমিন, নছর আলী, যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদলের সদস্য খাইরুল ইসলাম, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসিবুজ্জামান বিপ্লু, ইদ্রিস আলী, উজ্জল হোসেন, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, ছাত্রদল নেতা জয়নাল, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন বাসিম, গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিহাব প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.