তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গনতন্ত্র হত্যা দিবস ও ১০ দফা দাবিতে সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বি এনপি। ২৫ শে জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবস সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিদ্যুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি গণতন্ত্র পূনরুদ্বারে ১০দফা দাবিতে সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বি এনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গন মানুষের নেতা বার বার বি এনপি মনোনীত সাবেক সংসদ সদস্য জেলা বি এনপির সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নজির হুসেন,
বক্তব্য রাখেন জেলা বি এনপির সহঃ সভাপতি নাদের আহমেদ, জেলা বি এনপির সহঃ সভাপতি আব্দুল মোতালেব খান, হেলাল উদ্দিন, জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জামালগঞ্জ উপজেলা বি এনপির সভাপতি নুরুল হক আফেন্দি,,তাহিরপুর উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা যুবদলের আহ্বায়ক আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক কয়েছ মিয়া সহ তৃনমুল নেতা কর্মী সমর্থকবৃন্দ।
জেলা বি এনপির সাবেক সফল সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হুসেন বলেন, এই সরকারের অধীনে কোনো ভোট হবে না। ১৪ বছরে এ সরকার এতো অপরাধ করেছে, এত লুট করেছে যে ভোটের মুখিমুখি হওয়ার সাহস তাদের নেই। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চুরি করে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। ১৮ কোটি মানুষের মর্যাদা কেড়ে নিয়েছেন। ১৮ কোটি মানুষ আজকে একসাথে লড়াই করছে।আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে আছি রাজপথে থেকেই আমাদের দাবী আদায় করবো ইনশাআল্লাহ।
জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, অবৈধ সরকারের পদত্যাগ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা তৈরি, দ্রব্যমূল্য ও মানুষকে বাঁচাবার লক্ষ্যে আমাদের এ সমাবেশ।