লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নববর্ষের মঙ্গল বারতায় উদ্ভাসিত হউক জীবন এই প্রত্যাশায় কিশোরগঞ্জে সুধীজনদের মাঝে গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
২৫ জানুয়ারিসন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়িবিদ, সংগঠক, নাট্যকার, গীতিকার, শিল্পী, সাহিত্যিক, কবি, ছড়াকার ও প্রতিশ্রুতিশীল তরুণদের মধ্যে নতুন বছরে রাষ্ট্রপতির উপহার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে আগত সকল শ্রেণিপেশার মানুষকে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় প্রতিনিধিরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত জ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব ও নৃত্য প্রশিক্ষক নারায়ন চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতির মেজো ছেলে বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজকর্মী রাসেল আহমেদ তুহিন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসাইন রনি।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, এবিএম লুৎফুর রশিদ রানা, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম, সাহিত্যিক ও লেখক জাহাঙ্গীর আলম জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিস বেগম, সনাক সভাপতি ম ম জুয়েল, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।আলোচনা শেষে উপস্থিত পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে রাষ্ট্রপতির উপহার হিসেবে ২০২৩ সালের ডায়েরী দেওয়া হয়। এবং মানস করের নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠীর গীতিনৃত্যনাট্য ‘মহুয়া’ উপস্থাপিত হয়।মহামান্য রাষ্ট্রপতি উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শুভ আল মাহমুদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.