মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবীতে নীলফামারীর ডোমারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) সকাল ১০ টায় ডোমার বাজার রেলগেট মোড়ে ডোমার উপজেলা শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মোরছালিন ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, মাওলানা ময়নুল হক, মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা আবু হোরায়রা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মাওলানা মোক্তার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা এবছরের পাঠ্যক্রমের নিন্দা করেন এবং পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.