মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ন পন্য রাখা,লাইসেন্স নবায়ন না করায় ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকেলে বাজার তদারকি অভিযানের ধারাবাহিকতায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজারে অভিযান পরিচালনা করে ফাল্গুনী সুইটসকে ১ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সোলেমান মেডিক্যাল কর্ণারকে ১ হাজার টাকা ও মেয়াদউত্তীর্ণ পণ্য ও আমদানী কারক বিহীন বিদেশী পন্য রাখার দায়ে লাকি কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
এসময় পরেশ চন্দ্র জানান, নিয়মিত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.