লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ২৬ জানুয়ার দিবাগত রাতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। এ ব্যপারে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে করিমগঞ্জ থানায় লিখিত ডায়েরি করা হয়।জানা গেছে, উপজেলার জাফরাবাদ ইউনিয়নে অবস্থিত জাফরাবাদ উচ্চ বিদ্যালয়,মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জঙ্গলবাড়ি মহিলা কলেজে বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ অর্থ চুরি করে চম্পট দেয়। জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের অফিস রুম থেকে আলমিরার তালা ভেঙ্গে স্কুল ছাত্র-ছাত্রীর ভর্তির প্রায় ২৫হাজার টাকা এবং জঙ্গলবাড়ি মহিলা কলেজের
ছাত্রী ভর্তির থেকে প্রাপ্ত প্রায় ৩৫হাজার টাকা নিয়ে যায়। মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস রুমে কোন টাকা-পয়সা না থাকায় অফিসের কাগজপত্র তছনছ করে যায় চোরেরা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরী থাকলেও এভাবে চুরি হওয়া ঘটনায় এলাকাবাসীর মনে সন্দেহের দানা বেঁধেছে।
জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল আলম কাশেম জানান, বৃহস্পতিবার রাতের কোন সময় চোরেরা তালা ভেঙ্গে অফিস রুমে ঢুকে ছাত্রী ভর্তির প্রাপ্ত প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে একটি সাধারণ ডায়েরি করেছি। থানা থেকে তদন্ত কর্মকর্তা কলেজ পরিদর্শন করেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.