রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান রানীগঞ্জ বাজারের খেয়া ঘাটে একটি দোকান আগুনে পুড়ে চাই হয়ে গেছে। এতে দোকানে থাকা ফ্রিজ সহ সব মাল মিলে প্রায় ৩লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক ।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। চায়ের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিনের মত সন্ধারাতে দোকান বন্ধ করে দোকানের মালিক বাড়িতে চলে যান। হঠাৎ করে রাত ৮টার দিকে দোকানে আগুন লেগে যায়। দ্রুত এ আগুন ছড়িয়ে পড়লে আশের পাশের দোকানদার মিলে আগুন নেভানো চেষ্টা করলেও শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পারেন নাই দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের মালিক মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে তিনি বাড়ি থেকে দোকানে চলে আাসেন। এর মধ্যে দোকানে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, আমার পরিবারের একমাত্র সম্ভর ছিল এই দোকানটি আগুনে পুড়ে যাওয়ায় আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। কেউ আমার সাথে শত্রুতা করে এই কাজ করেছে আমি এর বিচার চাই।
রানীগঞ্জ বাজার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ছদরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে আসছি। আগুন কিভাবে লাগছে বলা যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে দোকানের মালিককে সকল প্রকার সহযোগিতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.