বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে প্রতিরোধ কাজে জাতীয় গণমাধ্যমের ভূমিকায় তৃণমুল পর্যায়ে সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন,সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার কারন অনুসন্ধানে গবেষনা কাজ বাস্তবায়ন করা সময়ে দাবী ছিল। সরকারের তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বন্যা পূর্ব ও পরবর্তী উত্তরণের বিষয়ে গবেষনা কাজ বাস্তবায়ন করে স্থায়ী ভাবে সমাধাণ করার প্রস্তাব তুলে ধরা হয়। বিশেষ করে নদী-নালা-খাল-বিল খনন, পরিকল্পিত ভাবে কাজ করা প্রয়োজন। এবিশয়ে গণমাধ্যমে আগাম বন্যার খবর প্রকাশিত হলে জনগণ আত্মরক্ষা এবং বন্যার হাত থেকে জান মালের নিরাপত্তা করা অনেকটা সম্ভব হবে। উপজেলার বন্যা আশ্রয়ন কেন্দ্র স্থাপন এবং স্থানীয় ভাবে বন্যা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
তথ্য মন্ত্রণালয়ে অধীনে পরিচালিত জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট'র উদ্যােগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট'র গবেষনা কর্মকর্তা মো: ফাইম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট'র গ্রন্থাগারিক কাজী ওমর খৈরাম, প্রতিষ্ঠানের সহযোগি গবেষক লেখক ও সাংবাদিক এহসানুল হক জসীম, সহযোগি গবেষক আলী আহমদ, এডভোকেট আসাদুল আলম চৌধুরী।
আলোচনায় অংশ গ্রহন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস শুক্কুর, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবেরর অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম,এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন সাজু।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.