কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন শামীম আহমদ শামীম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
শামীম আহমদের পিতা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল বাছির এর আগে দীর্ঘদিন অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত ও অসুস্থজনিত শারীরিক সমস্যার কারণে দায়িত্ব পালনে অক্ষম থাকায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
গত ১৭ জানুয়ারি সিলেট ৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এর স্বাক্ষরিত ডিও লেটারের মাধ্যমে শামীম আহমদ শামীমকে সভাপতি মনোনীত করার জন্য সুপারিশনামা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়। মন্ত্রীর সুপারিশ পত্রের পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে শামীম আহমদ শামীমকে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে অনুমোদন দেওয়া হয়।
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহানুর বেগম এ সংক্রান্ত একটি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শামীম আহমদকে সভাপতির দায়িত্বের পত্র দিয়ে বরণ করেন অধ্যক্ষসহ গভর্নিং বডির সদস্যরা।
এদিকে শামীম আহমদ অত্র প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে শামীম আহমদ শামীম বলেন, সভাপতি মনোনীত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মন্ত্রী মহোদয়কে। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।