শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সাইফুল ইসলাম লেদু (৫০) নামের সৌদিআরব ফেরত এক প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামের সৌদিআরব প্রবাসী সাইদুল ইসলাম (লেদু) নিজ শয়ন কক্ষে নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে গলায় গরুতর জখম করেন।
পরে পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথেই লেদুর মৃত্যু হয়। নিহত সাইদুল ইসলাম লেদু ওই গ্রামের মৃত আবুল শেখ এর ছেলে, তিনি অবিবাহিত ছিলেন। সে দীর্ঘ ২৩ বছর সৌদি আরব ছিলেন এবং ২০২১ সালে দেশে ফেরেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাইদুল বিদেশ থাকাকালীন ভাইদের ব্যাপক সাহায্য সহযোগিতা করতেন। দেশে আসার পর থেকে তিনি মা সুফিয়া বেগমের সাথে না থেকে প্রয়াত বড়ভাই এর স্ত্রী সালমা বেগম ও ভাতিজি সাথী পারভীনকে নিয়ে তাদের বাড়িতেই থাকতেন। মৃত্যুর এই ঘটনা ছড়িয়ে পরলে পৌর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মঞ্জুর হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত্যুর ঘটনায় নিহত সাইদুল ইসলামের বোন শিল্পী পারভীন ও শাহানারা বেগম অভিযোগ করে বলেন, আমার ভাই দেশে ফেরার পর থেকে আমার ভাবি তাকে নিজের বাসায় রেখে তার উপার্জনের সব টাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সাইদুল ইসলাম তার বোনদের কাছে ভাবি ও ভাতিজির দুর্ব্যবহারের কথা পূর্বেই জানিয়েছিল। তাকে তার মা ও বোনদের সাথেও কথা বলতে দিতনা বড় ভাইয়ের স্ত্রী। তাদের অভিযোগ তাদের মেঝ ভাই লেদুকে তার বড় ভাইয়ের স্ত্রী ও মেয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।
এই বিষয়ে নিহত সাইদুল ইসলাম লেদুর ভাতিজি সাথী পারভীন জানান, দীর্ঘদিন যাবৎ চাচা অসুস্থ্য ছিলেন। দেশে ফেরার পর থেকে আর্থিক অবস্থা খারাপের কারণে মানুষিকভাবে চিন্তাগ্রস্থ ছিলেন।
মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় নিজ শয়ন কক্ষে তার চাচা রান্না ঘরের ছুড়ি দিয়ে নিজের গলায় পোচ মারতে থাকেন। পরে তিনি তার চাচাকে নিভৃত করার চেষ্টা করেন। পরে বাইরে বেড়িয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.