এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশন এর রেলওয়ের অবৈধভাবে দখলে থাকা ভু-সম্পত্তি হতে অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান পরিচালিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৩১জানুয়ারি) দুপুরে রেলস্টেশনের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। এসময় ওই রেলওয়ে এলাকার গড়ে ওঠা পাকা- আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন বাংলাদেশ রেলওয়ে।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট পাকশী, মিঃ নুরুজ্জামান এবং রেলওেয়ের ভুসম্পত্তি সম্পর্কিত কানুনগো পার্বতীপুর মিঃ জিয়াউল হক। অভিযান পরিচালনা চলাকালে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার অভিযানে সংযুক্ত হন।
এছাড়াও পাকশী ও পার্বতীপুর রেলওেয়ের অনেক উপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানের আওতায় পড়া কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, আমাদের কে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, গতকাল রাত ৯ ঘটিকার সময় সব দোকানপাট ও বাড়ি ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে। আমরা সব কিছু সরিয়ে নেওয়ার জন্য সুযোগ পাইনি, আজ সকালে বুলড্রোজার দিয়ে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সব কিছু অবলোকন করে দেখা যায় সব মিলিয়ে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানের আওতায় পড়া গরিব অসহায় ছোট ছোট কিছু ব্যবসায়ী আছে যাদের দোকানটিই ছিল রুজি রোজগারের একমাত্র অবলম্বন যা ভেঙে দেওয়ায় তারা নিঃস্ব হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.