বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা সদরের বাস-স্টোশন হাসপাতাল-বাজার রাস্তার যানজট নিরসনে এবং রাস্তা সংস্কারে কাজ বাস্তবায়ন করতে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করায় উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে অন্তত ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে।
গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ ও মাসুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ল্যান্ড অফিসের সার্ভেয়ার সহ বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল থেকে বাস-স্টোশন সড়ক দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু লোকজন। রাস্তা প্রস্থতকরণ কাজ বাস্তবায়ন এবং পথচারী সহ জনসাধারনের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাজার সহ অন্যান্য জায়গা দখল করে যারা ব্যবসা করছেন সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমি জরীপ করে তাদের কে উচ্ছেদ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.