মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরের হলিচাইল্ড স্কুল এন্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবান্ন পিঠা উৎসব । পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম এক ধারক ও বাহক। আদিকাল থেকেই অঞ্চল ও ঋতু ভেদে নানা রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত ধরে রাখতে হলিচাইল্ড ইস্কুল এন্ড কলেজের এই পিঠা উৎসব উদযাপন করেন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর ।
হলিচাইল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেমসহ শিক্ষক ও অভিভাবকগণ ।
পিঠা উৎসবে মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রায় ২ শত ১০ প্রকারের পিঠা নিয়ে স্টল বসানো হয় ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.