এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ু-মুখ এবং স্তন ক্যান্সার এর সতর্কতা ও আগাম পরীক্ষায় আগ্রহী করে তুলতে স্বাস্থ্য কর্মীদের রেজিস্ট্রেশন ও রেফারেল ব্যবস্থাপনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাধীনতা কনফারেন্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল মাফি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, গাইনি কনসালটেন্ট ডা. ফাহমিদা শিরিন নিলা, ডা. ফাহাদ আল আসাদ, ডা. আশিক ইকবাল প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর মমিনুল ইসলাম জানান, প্রতি এক লক্ষ ৩০ থেকে ৫৯ বছর বয়সী নারীর মধ্যে ১০ জন করে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
আগাম স্ক্রিনিং এর মাধ্যমে জানা যায়, আগামী ১০ বছরের মধ্যে তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন কি না। তাই সচেতনতা বাড়িয়ে ওই বয়সী সকল নারীকে স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক কমিউনিটি ও স্বাস্থ্যকর্মী অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.