মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় র্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ওই চামড়া উদ্ধার করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন, হাফিজুর রহমান(৪৩), তাঁর চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩)। তারা যথাক্রমে ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।
জানা যায় র্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। প্রতিশ্রæতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয় চক্রের ওই সদস্যদের আটক করা হয়। পরে আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ওই চামড়া উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানি কমান্ডার গালিভ হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সুত্র জানায়। সাতক্ষীরা পস্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন বলেন, ‘ আমরা অফিসিয়ালভাবে বিষয়টি জানতে পারিনি। তবে আমাদের বনবিভাগের সদস্যরা বিষয়টি জানিয়েছেন, র্যাব সদস্যরা একটি বাঘের চামড়া উদ্ধার করেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.