এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের বন্দর বাসুদেব জিউ মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ৭১তম অধিবেশনে গত রবিবার (৫ ফেব্রুয়ারি) মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস সম্পন্ন হয়েছে। সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান; বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন; শুক্রবার কুঞ্জভঙ্গ, শ্রীমন্মহাপ্রভূর ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং শনিবার (১১ ফেব্রুয়ারি) দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে সম্পূর্ণ আয়োজনের সমাপ্তি হবে।
মূল আয়োজনে নাম সুধা পরিবেশনায় রয়েছে অষ্টসখী সম্প্রদায় (গোপালগঞ্জ), শিব ঠাকুর সম্প্রদায় (নগরবাড়ী, পাবনা), রাই পূজা সম্প্রদায় (ধাপেরহাট), লালা বাবু সম্প্রদায় (বগুড়া), উপজাতি সম্প্রদায় (ঘোড়াঘাট, দিনাজপুর), গৌর নিতাই সম্প্রদায় (দিনাজপুর)।
লীলা কীর্তন পরিবেশনায় থাকছে উমা কর্মকার মণ্ডল (বর্ধমান, ভারত), সুবর্ণ কৃষ্ণ দাস অমল (নদীয়া, ভারত), শ্রী চৈতন্য দাস উত্তম (যশোর) ও শ্রী অংকন দাস মহন্ত (রাজশাহী)।
গোলাপবাগ বন্দর বাসুদেব জিউ মন্দিরের সকল দীনহীন ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তনাঙ্গনে ভক্তদের পদরেণু কৃপাপ্রার্থী। হরিবাসর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জিবু, উপজেলা পুজাউদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক জয় সাহা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.