মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায়
ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সঞ্চালনায়
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার রোদকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা কর্মকতা তপন কুমার,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ,বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলার সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলমের যোগদানের পর থেকেই মাদকদ্রব্যে নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে ভোলা জেলা ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা জেলার সহকারি পরিচালক দিদারুল আলম তার স্বাগত বক্তব্য এ বলেন,মাদকদ্রব্যে নিয়ে যারা খেলায় মেতেছে সে যে দলের বা যে কেউই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন আইনের আওতায় তাকে আসতেই হবে,মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তা বাস্তবায়নে ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল সদস্য তৎপর থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.