নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোর মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অন্যতম। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুনামের সাথে পাঠদান করে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এবারের এইচএসসি পরিক্ষার ফলাফল দেখা গেলো আরেক চমক। কলেজটি থেকে এবার মোট ১৯২৩ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং পাশ করেন ১৬৮৫ জন শিক্ষার্থী। যা পাশের হার বিবেচনা করলে হয় ৮৭.৬২ শতাংশ।
এর মধ্যে ব্যবসা শিক্ষা শাখা থেকে ৬০১ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৫৬০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী। এবং মানবিক শাখা থেকে ১১২৫ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৮১২ জন জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। এছাড়াও বিজ্ঞান শাখা থেকে ৩২২ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৩১৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী। সার্বিক বিষয় বিবেচনা করলে এবার শহীদ সোহরাওয়ার্দী কলেজের তিন শাখার মধ্যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এবং কিছুটা খারাপ করেছে মানবিক শাখার শিক্ষার্থীরা।
মানবিক শাখার বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবীর বলেন, গত বছর জিপিএ ৫ পেয়েছিলো ৯৫ জন, এবার পেয়েছে ১১৮ জন।
এবার মানবিক বিভাগের রেজাল্ট গতবারের চেয়ে ভালো হয়েছে, গতবার মানবিকে জিপিএ ৫ পেয়েছিলো ৮ জন, এবার পেয়েছে ৩৬ জন।
গতবার বাণিজ্যে জিপিএ ৫ পেয়েছিল ১৩ জন, এবার পেয়েছে ৪৭ জন।
পাশের হার ছিলো গতবার ৯৬.৬৪, এবার হার ৮৭.৬২
এর মূল কারণ গতবার কেবল ৪ বিষয়ে পরীক্ষা হয়েছিলো, এবার সব বিষয়ে(১২ বিষয়) পরীক্ষা হয়েছে, তাই পাশের হার একটু কমেছে।
মানবিকে ভর্তি যোগ্যতা ৩.৫, আর বিজ্ঞান ও বাণিজ্যে ভর্তি যোগ্যতা ৪.০০, এটি যদি আর একটু বাড়ানো যায় তবে রেজাল্ট আরও ভালো হবে। যে যোগ্যতা নিয়ে আমরা ভর্তি করি সে তুলনায় রেজাল্ট অবশ্যই ভালো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.