আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আলিমে ৩৭৪ জন পরিক্ষার্থীর মধ্যে ২৫৬ টা জিপিএ ৫ আর বাকি সবাই এ গ্রেড। এমন আলোচিত ফলাফলের গৌরব অর্জন করে এবারো মাদরাসা বোর্ডে ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা।
আজ বুধবার ৮ ফেব্রুয়ারী একযোগে মাদরাসা, উচ্চ মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আলিম ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশের পরে বাংলার প্রখ্যাত আলেম মাওলানা আযীযুর রহমান কায়েদ নেছারাবাদী হুজুরের প্রতিষ্ঠিত মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মোঃ শহিদুল ইসলাম ফল প্রত্যাশিদের সামনে ফল ঘোষণা করলে প্রত্যক্ষদর্শীরা একটি আনন্দঘন মূহুর্তের স্বাক্ষী হয়। উচ্ছ্বাসে মেতে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।
মুফতি গাজী মোঃ শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী সকল মাদরাসার সাথে তাল মিলিয়ে চলছে। বিশেষ করে মাদরাসা বোর্ডের সকল পরিক্ষায় ফলাফলের দিক থেকে প্রায় সব সময়ই বাংলাদেশের শীর্ষস্থান দখল করে নেয়। বর্তমানে এ মাদরাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.