রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সিন্ধু বকুলতলা, বিঞ্চুপুর ধামে শনিবার, রবিবার, সোমবারে তিন দিন ব্যাপী মাঘীপূর্ণিমা তিথিতে শ্রীপাট বিঞ্চুপুরের সিন্ধ বকুলতলায় অন্তর্ধান মহোৎব সম্পন্ন হয়েছে।
শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সিনিয়র সহ সভাপতি মানিক লাল দে'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শংকর দাশ শংকু’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, মানিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, কালী রঞ্জন কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বদ্ধ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, ইরামন দে, সাংবাদিক অমিত দেব, নেপাল কুমার দেব, বিমল চন্দ্র রায়, কাজল দাস প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতাকর্মী।
আলোচনা শেষে মহোৎসবস্থল পরিদর্শন করেছেন উপরে উল্লেখিত নেতাকর্মীরা পরিদর্শনে উপস্থিত ছিলেন ধামের সভাপতি এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব। তিন দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধামে সংরক্ষণ কমিটির উদ্যোগে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মহা উৎসব সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.