মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আজ ১১ ফেব্রুয়ারি '২৩ শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সমরেশ কুমার দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফা রেফারি জনাব তৈয়েব হাসান বাবু, এনএসআই এর উপ-পরিচালক জনাব আজিজুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কিন্ডারগার্টেনের হেডটিচার জনাব রফিকুল হাসান। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপারসন নাসরিন হাসানসহ সকল শিক্ষকমন্ডলী ও সহকর্মীবৃন্দ। বিদ্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ময়দানটি আলোকিত করেছিল সোনামণি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকমণ্ডলীরা। সকাল নয়টায় উদ্বোধনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কোভিড-১৯ করোনার দীর্ঘ তিন বছর পরে আবার মুখরিত হলো সোনামণি শিক্ষার্থীদের কলকাকলিতে। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র টিচার রাফিজা খাতুন ও আবু মোহাম্মদ জাকারিয়া। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র টিচার জনাব মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম,সুশান্ত কুমার সানাসহ সকল টিচার, ম্যাডাম, আন্টি ও সহকর্মীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ০৪ মার্চ'২৩ শনিবার ।উক্ত অনুষ্ঠানটব সুন্দর ও সার্থক করে তোলার জন্য সম্মানিত অতিথি, সুধিমন্ডলী, অভিভাবকমণ্ডলী, সোনামণি শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্ডারগার্টেনের হেড টিচার রফিকুল হাসান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.