লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে প্রধান ডাকবিভাগের উদ্যোগে এক পারিবারিক মিলন মেলা অনুষ্টিত হয়।১১ ফ্রেরুয়ারী সকালে শহরের একটি পার্কে এ মিলন মেলা অনুষ্টান শুরু হয়। মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় মিলন মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো: সাহেদুজ্জামান সরকার ৷ ডাক বিভাগের কিশোরগঞ্জের কর্মকর্তা-কর্মচারির পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত হয় এই পারিবারিক মিলন মেলা। সকলের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই প্রাণবন্ত অনুষ্ঠান। মিলন মেলায় অনুষ্ঠিত হয় বালিশ খেলা, বস্তা দৌঁড়, হাঁড়িভাঙ্গা খেলাসহ বিভিন্ন খেলা। মিলনমেলায় অনেকে স্মৃতিচারণ করে, আবেগে আপ্লুত হয়ে পরেন। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল মো: ফরিদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আল মাহমুদ অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল কেন্দ্রীয় সার্কেল, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মো: ফজলুর রহমান, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার পোস্ট মাস্টার তাহমিনা মমতাজ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.