মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন।
পিঠা উৎসবে মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ ও অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা ২৫টি স্টল সাজিয়েছিলেন শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিউল ইসলাম সরদারের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.