মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে হাড়গোড়সহ একটি অর্ধগলিত মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরাসুন্দরবনের কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক স্থান থেকে উক্ত হাড়গোড়সহ অর্ধগলিত মৃত বাঘ উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে হাড়গোড়সহ অর্ধগলিত একটি মৃত বাঘ উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক ১মাস পূর্বে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.