রনি মিয়া,জগন্নাথপুর প্রতিনিধিঃ এসো সহযোগিতার হাত বাড়াই, এসো বন্যার্তদের পাশে দাঁড়াই। ফ্রেন্ডস ইউনাইটেড এবং বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের (লন্ডন) সদস্যদের আর্থিক সহযোগিতায় ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত বেগম আনোয়ারা ও সোনা ট্রাস্টের আয়োজনে নগদ অর্থ সহায়তা ১১ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় রসুলপুর গ্রামের মরহুম হাজী সোনা মিয়ার বাড়িতে রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের সদস্যদের আর্থিক সহযোগিতায় ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর, কবিরপুর ও চিলাউড়া গ্রামের প্রায় ৪০ টি পরিবারের মধ্যে প্রায় ২ লক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসো সহযোগিতার হাত বাড়াই, এসো বন্যার্তদের পাশে দাঁড়াই। এই শ্লোগান কে সামনে রেখে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে এসেছেন লন্ডনের দুইটি ফুটবল ক্লাব ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাব। যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজহার উদ্দিনের পরিকল্পনায় যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইমরান উদ্দিন ও আশিকুর রহমানের পরিচালনায় একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
এতে আটটি টিম অংশগ্রহণ করে, ম্যাচগুলির দায়িত্বে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইমরান উদ্দিন, আশিকুর রহমান, আবু তাহের রুপা, রুহিত খান, জুবায়ের আহমেদ, উসমান উল্লা, সেলিম আহমেদ, আজহার উদ্দিন। টুর্নামেন্টের চাদাগুলি এবং ক্লাবগুলির সদস্যদের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
নগদ অর্থ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধূরী ছুফি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গফুর, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি বুরহান উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিবাবক সদস্য সাজন মিয়া, চিলাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হানিফ উল্লা, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম তাজ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য তোতা মিয়া, তরুন সমাজ কর্মী নোমান আহমদ জুয়েল, সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ শুভরাজ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আলফু মিয়া, আকল মিয়া, আব্দুল ওয়াদুদ, আব্দুল মান্নান, তাজুদ মিয়া, সুমেন মিয়া, ফজল খান, সেলিম মিয়া, শুয়েবুর রহমান সুয়েব, মাসিব খান, মজিদ আলী সহ আরও অনেকে।
মরহুম হাজী সোনা মিয়া তার সহধর্মিনী মরহুমা বেগম আনোয়ারা তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের মাগফিতার কামনা করে, বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ ট্রাস্টের সদস্য কামাল মিয়া , ইমরান উদ্দিন, সম্মাট আকবর ট্রাস্টের সদস্যা রেজু বেগম, রেনু বেগম, পারুল আক্তারের সুস্বাস্থ্য ও দির্ঘায়ূ কামনা করে, ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীঘায়ূ কামনা করে এবং সকলে মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আলী হোসেন সুয়েজ।
নগদ অর্থ বিতরণী অনুস্টানে বক্তারা বলেন ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারদের মধ্যে নগদ ২ লক্ষ টাকা লন্ডনে প্রতিষ্টিত ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের সদস্যদের আর্থিক সহযোগিতায় এবং বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের আয়োজনে আজ যে অর্থ বিতরণ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের সকল সদস্যদের কে আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ জানাচ্ছি।