হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাটে "সবার জন্য দৃষ্টি চাই" শ্লোগান নিয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাটের মিশন মোড়ের অরবিট চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এর সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু শিবিরে চিকিৎসা দেওয়া হয়েছে। এ শিবিরে পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের লালমনিরহাটের মিশন মোড়ের মাজেদা কমপ্লেক্সের অরবিট চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে চোখের ছানী ও ফ্যাকো অপারেশন করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় বলেন, এখানে অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। আমারও চোখের ছানির সমস্যা হয়েছিল তাই এবার এখানে চোখের ছানি ফ্যাকো অপারেশন করে সুস্থ্য আছি। চোখের দৃষ্টি শক্তি খুবই ভালো আছে।
অরবিট চক্ষু হাসপাতালের ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন বলেন, এখানে বিগত ৪বছর ধরে গ্রামের অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে।
এ চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন অরবিট চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ নাজমুল হুদা এমবিবিএস, পিজিটি, চক্ষু, (আরইউ), টেকনিশিয়ান মোঃ আসাদুজ্জামান, ক্যাম্প অর্গানাইজার মোঃ মাজেদুল ইসলাম, ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন প্রমুখ।
সেখানে ১শতাধিক রোগীকে স্বল্পমূল্যে চিকিৎসা করানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.