স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৩, সম্মেলনকে সামনে রেখে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে প্রানের সঞ্চার ফিরে এসেছে উজ্জীবিত হয়ে উঠেছে নেতাকর্মীদের সাজসাজ রব বিরাজ করছে গোটা উপজেলাজুড়ে।
পাড়ায় পাড়ায় ঘরোয়া মিটিং, ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি মিটিংয়ে নেতাকর্মিদের উজ্জীবিত করে সম্লেলন সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার মুল সড়কে গেট ও তোরন নির্মাণ করা হয়েছে।নেতাকর্মীরা ডিজিটাল ফেস্টুন গেইট তোরন নির্মাণ করে নিজেদের প্রার্থী ঘোষনা করেছেন সাজ সাজ রবে পরিণত হচ্ছে উপজেলার সবত্র।
প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য শেষ সময় পযন্ত যাদের নাম জানা গেছে সভাপতি পদে তিনজন প্রার্থীর নাম ,তারা হলেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক উপজেলাপরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,সাবেক উপজেলা সাধারন সম্পাদক ও সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য মুনসুর আলীখান, ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ।
সাধারন সম্পাদক পদে পাঁচজনের নাম জানা গেছে, তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কষ্ণ রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল,উপজেলা আওয়ামীলীগের
প্রচার প্রকাশনা সম্পাদক, সাবেক ভিপি, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়,বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন
সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম টুটুল,সাবেক জেলা পরিষদ সদস্য কবির হোসেন
এ সম্মেলনকে সামনে রেখে চলছে নানা জল্পনা -কল্পনা ও হিসাব নিকাশ।কাউন্সিলরদের মধ্যে একটাই প্রশ্ন কে হবেন সভাপতি এবং সাধারন সম্পাদক।
উপজেলা একাধিক কাউন্সিলর জানান, যারা দলের মর্যাদা রেখে এই উপজেলার অনিয়ম দুর্নিতী
রোধ করতে পারবে তাদেরকে আমরা আগামী দিনের দলের অবিভাকক নির্বাচিত করব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.