মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
১১ ঘন্টা পর খালিদ সাইফুল্লাহ্ নামে (৬) এক শিশুকে উদ্ধার করে পুলিশ।
এঘটনায় অপহরণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাহিদুল রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কাশিমপুর থানাধীন দক্ষিন পানিশাইল এলাকার আমির এর বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায় বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল চারটা সময় ওই শিশু বাসা থেকে বের হয়ে মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়।
খেলতে যাওয়ার পর থেকেই শিশুটি নিখোঁজ হয়।নিখোঁজের কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি ওই শিশুর বাবা রাজু আহমেদকে ফোন করে জানায় তার ছেলেকে পেতে হলে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে।
খালিদ সাইফুল্লাহর বাবা তাৎক্ষণিক কাশিমপুর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ওই শিশুকে উদ্ধার অভিযানে নামে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান,
অভিযোগের ভিত্তিতে পুলিশের কয়েকটি চৌকস টিম তাৎক্ষনিক ভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লক সহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করিয়া ওই রাতেই সাড়ে তিনটা সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজি মার্কেট এলাকা থেকে অপহরণ যাওয়া শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত যুবককে গ্রেফতার করে ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেন জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.