এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার সূচনা হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জে রংপুর চিনিকলের ইক্ষু খামার এলাকায় এ বছর এই জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা সমাপ্তি হবে।
গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লীরা এসে উপস্থিত হয়েছেন ইজতেমাস্থলে। শ্রীলংকা, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিদেশী মুসল্লীরাও ইজতেমাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ইজতেমায় দেশ বিদেশের প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগত মুসল্লীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এ দিকে এই ইজতেমার প্রধান বয়ানকারী বীর মুক্তিযোদ্ধা মাওলানা মোহাম্মদ আশরাফ আলী রাত আড়াইটার দিকে ইজতেমা মাঠেই ইন্তেকাল করেন (ইন্না,,,,রাজেউন)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা আঞ্চলিক ইজতেমার তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। ৭২ বছর বয়সী মাওলানা মোহাম্মদ আশরাফ আলীর বাড়ি নরসিংদী জেলায়। তিনি রাজধানীর কাকরাইল মসজিদের ইজতেমা কমিটির অন্যতম প্রধান হুজুর ছিলেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। স্বজনরা পৌঁছার পর বৃহস্পতিবার বাদ বাছর রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে ইজতেমা মাঠেই তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.