বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে স্থানীয় সরকার এবং সরকারী সেবা প্রদানকারীদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা সিএসএস এর উদ্যোগে এ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়েছে।
সিএসএস এর স্বাস্থ্য সেক্টরের অধীনে পরিচালিত এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের বাগেরহাট ডিআইসির দায়িত্বে থাকা শেখ মারুফ হোসেনের সঞ্চালনায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অ্যাডভোকেসি সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যন রিজিয়া পারভীন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাদিয়া সুলতানা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এস এম হিসামুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলী, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম এম ফজলে এলাহী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ সুমিতাই ইয়াসমিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশষনিক কর্মকর্তা নিহার কান্তি ঘোষ, সি এ শেখ হাসিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের সি এ মোঃ নুরুল কবির প্রমূখ।
উক্ত অ্যাডভোকেসি সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সিএসএস এর প্রকল্প কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান।
এসময়ে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন রিজিয়া পারভীন ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.