এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ আর মাত্র কিছুক্ষণ পর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে সারাদেশের মতো গোবিন্দগঞ্জে ও চলছে প্রস্তুতি।
সোমবার (২০ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফির নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌর কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া-মোছার কাজ চলছে পুরোদমে। তারা গুড়ো পাউডার ও ব্লিচিং পাউডার পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছে শহীদ মিনার।
গোবিন্দগঞ্জ পৌর মেয়র বলেন দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় (৪১) বছর পর গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার হচ্ছে
আর কিছুক্ষণ বাকি, তাই আমরা কেন্দ্রীয়
শহীদ মিনারটি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করছি, ধোয়া-মোছা শেষে বেদি ও পাশের দেওয়ালগুলোতে চলছে রঙের কাজ। এরপর আলপনার সাজে সাজবে শহীদ মিনারের দেওয়াল।
যাতে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।