কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা জেন্ডার প্রোমোটর এম. হাবিবুল্লাহ জাবেদ প্রমুখ।
পরে চিত্রাঙ্কন ও রচনায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিরা। সবশেষে শিশু শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.