মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২২ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় এর অডিটরিয়ামে ডিন কাউন্সিলর কনভেনর প্রফেসর ড.পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিতে ও রেজিস্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাই চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রজেক্টর প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.