স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এবারই প্রথম ভাষার মাসে বেশির ভাগ রায় বাংলায় দেওয়ার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের সব রায় বাংলায় দেখার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রযুক্তিসেবার উদ্বোধন করে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এই প্রযুক্তি উদ্বোধনের ফলে আজ থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেওয়া সব রায় ও আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যেকোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।
তিনি বলেন, এই জনমুখী প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় দেওয়া যেকোনো রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ‘আমার ভাষা’ নামক প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় দেওয়া রায় ও আদেশ বাংলায় অনুবাদ করা হচ্ছে অনেক আগে থেকেই। তবে আজকের এই প্রযুক্তির সংযোজন ও উদ্বোধন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সময়োপযোগী এক নতুন মাত্রা যোগ করল।
বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় দেওয়া রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা একদিকে যেমন বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য করে তুলবে, অন্যদিকে দেশের বিচারপ্রার্থী মানুষের বিচারে অভিগম্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই অনুবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ এবং আইন ব্যবস্থার মধ্যে ব্যবধান দূর করতেও ভূমিকা রাখবে।