সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাত দফা দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬টা সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাণীশংকৈল শাখা ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মিলিত হয়ে রাণীশংকৈল চৌরাস্তা মোরে মশাল মিছিল বের করে কলেজ মোর হতে ফিরে এসে চৌরাস্তায় শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাণীশংকৈল শাখার সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, হিন্দু ঐক্য বৌদ্ধ খৃষ্টান রাণীশংকৈল উপজেলার সভাপতি অমল কুমার রায় , দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রদীপ সাহা, পরিমল সরকার, সনজিৎ সাহা, মানিক রায়, মিন্টু রায়, নির্মল রায়, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
মিছিল শেষে বক্তব্য সাধন বসাক বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে আজ দেশজুড়ে মশাল মিছিলসহ বিক্ষোভ করছেন তারা এসময় সাত দফার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।
দাবি গুলো হলো, ১। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।
২। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
৩। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
৪। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন।
৫। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন ।
৬। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন।
৭। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.