মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’ এর উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার এমপি।
ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক প্রমূখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৪১টি স্টলে বিভিন্ন জাতের পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, প্রাণিজাত খাদ্যদ্রব্য, ভেটেরিনারি ঔষধ ও কৃষিজ যন্ত্রাদি প্রদর্শন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.